রবিবার, ২৯ মে, ২০১১

সাবান ব্যবহার নিয়ে কিছু কথা

রচনা - কামরুল আলম


যেহেতু আমি রসায়নবিদ , তাই রসায়ন নিয়ে কিছু লেখা উচিত। কিন্তু ব্যাপার কি জানেন, রসায়ন নিয়ে কিছু লিখতে ইচ্চে করে না। রসায়ন খুব কাথকত্থা বিষয় । সবাই বলে। আসলে কি তাই???
না, তা নয়। রসায়ন অতি মজার বিষয়। যখন আপনি একটির সাথে অন্য কোন কিছু মেশাবেন আর তখন যদি নতুন কিছু তৈরি হয় , তাহলে ত বুজতেই পারছেন। বাস্তবে সবসময় এটা হয় না। যাই হোক এখানে আমি আপনাদের অন্য কিছু শেখাব। আর তা হল , কিভাবে বুজবেন যে কোন সাবান ভালো??? 


সাবান
সাবান




সাধারনত আমরা জানি , দামি সাবান খুব ভালো, তাই না ??? বাস্তব কথা কি জানেন, দামি সাবান বাবহারে তেমন জীবাণু দূর হয় না। এখানে দেখুন দামি সাবান ব্যাবহারের পর ও জীবাণুদের দেখা যাচ্ছে।


জিবানুর আস্তানা
জিবানুর আস্তানা


তাহলে জীবাণু দূর করতে আমরা কি করতে পারি?? বুজিয়ে বলছি । আসলে জীবাণু দূর করতে সাবানের ভুমিকা কি ? মুলত জীবাণু দূর করে সাবানের ক্ষার । যে সাবানে ক্ষার যত বেশি , সে সাবান তত ভালো।
default-5
                                                                                                       সুগন্দি সাবান

আপনি কি টয়লেট এ সুগন্দি সাবান ব্যবহার করেন ?যদি আপনার উত্তর হ্যাঁ হয় , তাহলে আপনি সুরক্ষিত নন  ; তাই আজ এখনি আপনার টয়লেট এর সাবানটি পালটে ফেলুন। টয়লেট এ ব্যবহার করুন অধিক ক্ষার যুক্ত কাপর কাচা সাবান ।
 default
পোস্তটি আপনার কাজে লাগলে বলবেন ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

you can make a sound