সোমবার, ৩০ মে, ২০১১

নোবেল পুরস্কার ( পর্ব-০১ )

রচনা - কামরুল আলম


নোবেল পুরস্কারের ইতিহাস
সুইডেনের বিজ্ঞানি আলফ্রেড নোবেল ডিনামাইট সহ বিভিন্ন বিস্ফোরকের আবিস্কারক। পুরো নাম আলফ্রেড বারনাড নোবেল ।
nobel-1
তিনি ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহন করেন। পড়াশুনা করেন রসায়ন নিয়ে।
আগে পুরনো ভবন ভাঙ্গার জন্য প্রচুর স্রমিক লাগতো । যা ছিল খুব বেয়বহুল । এ ব্যয় কমানোর জন্য নোবেল আবিস্কার করলেন ডিনামাইট ।
d-4
খুব ই কার্যকর এ ডিনামাইট মুহূর্তের মধ্যে ভবন ধংস করতে পারত ।
d-3 
নোবেল ডিনামাইট আবিস্কার করলেন ভালো কাজের জন্য। কিন্তু মানুষ এটা ব্যবহার করতে লাগলো অন্য মানুষকে মারার জন্নে। যা দেখে নোবেল খুব ই আহত হয়েছিলেন। তার নিজের আবিস্কারে মানুষের অকাতর মৃত্যু দেখে স্তব্দ হয়ে গিয়াছিলেন। কিন্তু তখন আর তার কিছুই করার ছিল না । তিনি প্রচুর পরিমান ডিনামাইট বিক্রি করে অনেক টাকা কামিয়ে ছিলেন । তাই চিন্তা করলেন নিজের আয় বিলিয়ে দিবেন এবং তা দিবেন সুদুমাত্র বিজ্ঞানের উন্নয়নের জন্যে । আর তখন থেকে চালু করলেন নোবেল পুরস্কার , যা আজকের পৃথিবীতে সবচেয়ে বড় পুরষ্কার ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

you can make a sound