সোমবার, ৩০ মে, ২০১১

১=২ হলে কেমন হয়?

রচনা - কামরুল আলম


গনিতে অনেক মজা । আর ও মজা হয় যদি সেটা অদ্ভুদ হয় । আচ্ছা, কখন কি শুনেছেন এক সমান দুই হয় । বাস্তবে এক সমান দুই হলে গনিতের সব পাল্টে যাবে ।
1=2.1
নিচের অংক টি একটু দেখুন ।
প্রথমে ধরা যাক , ক=খ , তো গনিতের সুত্র অনুযায়ী , লেখা যায়
ক২-খ২=ক২-খ.খ [খ২=খ.খ ]
বা, ক২-খ২=ক২-ক.খ [ যেহেতু ক=খ ]
বা, ( ক+ খ )( ক-খ) = ক ( ক-খ) [ যেহেতু a2-b2= (a+b)(a-b) ]
বা, ক+ খ = ক
বা, ক+ ক = ক
বা, ২ক=ক
বা, ২=১
তো প্রমান হয়ে গেল যে ২=১ । তারমানে ২ টাকা = ১ টাকা । ১০০০ টাকা = ২০০০ টাকা ।
1
যদি এরকম হত তাহলে গনিত টিকত না । নিশ্চয়ই কোথাও ভুল আছে । তো ভুলটা কোথায় ?
VUL

ভুলটা দেখিয়ে দিচ্ছি । কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসীম হয় । আবার কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুন করলে গুনফল শূন্য হয় ।
4
তিন নম্বর লাইনে ক-খ=০ হয় কারন প্রথমেই বলা হয়েছে যে ক=খ ।
তো এই হল গনিতের মজা । কাউকে এরকম অংক দিয়ে দয়াকরে বোকা বানাবেন না । কারন এই অংকের কোন ভিত্তি নাই । পোস্তটি ভালো লাগলে বলবেন ।
সংগ্রহঃ
১। ইন্টারনেট ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

you can make a sound