বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

টিভি কার্ড শেয়ার করুন

রচনা - কামরুল আলম


একটা সময় ছিল যখন টিভি দেখার খুব নেশা ছিল । এখন নানা কাজের চাপে আর টিভি তেমন দেখা হয় না । আর টিভি দেখতে চাইলেও তেমন অসুবিদা নাই । হাই স্পিড নেট এর কল্যাণে টিভি দেখা আর কোন সমস্যা নয় । তারপর ও নেট এর স্পিড বলে কথা । স্পিড কখন ডাউন হয় তার কোন ঠিক নেই । তো টিভি কার্ড ই একমাত্র ভরসা । আর বাসার সবার জন্নে যদি আলাদা আলাদা ভাবে টিভি কার্ড কিনতে হয় তাহলে পকেটের অবস্তা ও ডাউন হবে । আপনার বাসায় যদি দুই বা ততোধিক কম্পিউটার থাকে তাহলে একাধিক টিভি কার্ডের দরকার নাই । এক টিভি কার্ড দিয়ে নেটওয়ার্ক এর সকল কম্পিউটার এ টিভি দেখতে পারবেন । তাছাড়া বিশ্ব কাপের সময় অফিসেও এক টিভি কার্ড সবাই শেয়ার করতে পারবেন ।  প্রয়োজন শুধু “স্টার মিডিয়া সেন্টার” সফটওয়্যার টি । ডাউন লোডের ঠিকানা টি


কেমন লাগলো জানাবেন ।

মঙ্গলবার, ৭ জুন, ২০১১

টাকা তোলার উপায় ( এলার্ট পে / মানিবুকার )

রচনা - কামরুল আলম

১. এলার্ট পে তে একাউন্ট করতে এখানে ক্লিক করুন
২. মানিবুকার্স এ একাউন্ট করতে এখানে ক্লিক করুন

নিচে কয়েকটি পধতি বর্ননা করা হল ..
এলার্ট পেঃ

১। চেকঃ এই পদ্ধতিতে একটি চেক পাঠানো হবে আপনার ঠিকানায়। এই চেকের জন্য আপনাকে ৪ ডলার ফি দিতে হবে । একাউন্টে ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার ২ দিনের মধ্যে চেক আপনার ঠিকানায় পাঠানো হবে । এটি হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।

২। ক্রেডিট কার্ডঃ যাদের ক্রেডিট ( মাস্টার কার্ড বা ভিসা কার্ড ) কার্ড আছে তারা খুব সহজে টাকা তুলতে পারবেন । এলার্ট পে এর একাউন্টে প্রবেশ করার পর ।উপরে ডানদিকে কার্ড যোগ করার জায়গা আছে সেখানে আপনার কার্ডের তথ্য প্রদান করুন । কার্ডটি যোগ করা হয়ে গেলে যাচাই করার জন্য এলার্ট পে আপনার কার্ড থেকে কিছু ডলার নিয়ে আসবে । পরে আপনি আপনার সাইট থেকে কত লেনদেন হয়েছে তার তথ্য সঠিক ভাবে দিতে পারলে কার্ডটি যাচাই হবে । কার্ডে ডলার পাঠালে তা টাকা হিসেবে তুলতে পারবেন এবং এর জন্য আপনাকে চার্জ দিতে হবে ৫ ডলার । টাকা পাঠানোর ৩-৪ দিনের মধ্যে কার্ডে টাকা এসে জমা হবে ।

আরও কিছু পধতি আছে যা অনেক ঝামেলা বহুল + ব্যায় বহুল....তাই আলোচনা করলাম না ।
এলার্ট পে সম্পর্কে আরো বিস্তারিত জান্তে জাকারিয়া ভাইয়ের এই পোষ্টটি পড়ুন

মানিবুকার্স সম্পর্কে পরে আলোচনা করব ...
ততখন পর্যন্ত ভালো থাকুন ....

তৈরি করুন ইউ.এস.বি ব্যাটারি চার্জারঃ

রচনা - কামরুল আলম



প্রায় সবার কাছেই এম.পি.থ্রী প্লেয়ার থাকে । তাছারা আমাদের দেশে মোবাইল তো সবার ই আছে । এসব যন্ত্র থাকলেই তো হয় না , নিয়মিত এদের খাদ্য দিতে হয় । আপনারা তো জানেন এদের খাদ্য কি ? মাঝে মাঝে এদের অসময়ে খিদা পায় ( চার্জ শেষ আর কি ) । এমন অসময়ে খুদা লাগে যে তখন এদের খাদ্য না ও থাকতে পারে ( বিদ্যুৎ থাকে না ) । তো কি করা যায় ? যারা ল্যাপটপ ব্যবহার করেন কিংবা যারা সর্বদা কম্পিউটার নিয়েই পড়ে থাকেন তাদের সব তো কম্পিউটার রিলেটেড হওয়া দরকার । তো একটু খেতে তৈরি করুন ইউ.এস.বি ব্যাটারি চার্জার । এই চার্জারটি বানাতে আপনাকে ইলেক্ট্রনিক্স এ তেমন দক্ষ হওয়ার দরকার নাই ।
c-1
যা যা লাগবেঃ
১. ১ টি ইউ.এস.বি ক্যাবল ( নষ্ট মাউস থেকে নিতে পারেন )
f-3
২. ৬ টি IN 4148 ডায়োড বা যেকোনো সিলিকন ডায়োড
Diode -1
৩. ১ টি ব্যাটারি কেসিং
যেভাবে কাজ করেঃ
কম্পিউটারের ইউ.এস.বি পোর্টের আউতপুত ভোল্টেজ ৫ ভোল্ট । কিন্তু একটা AAA হচ্ছে ১.২ ভোল্টের । আমরা জানি একটা ডায়োড ০.৬ ভোল্ট করে ড্রপ করে , তাহলে ৬ তা ডায়োড সিরিজে সংযুক্ত করলে ৩.৬ ভোল্ট ড্রপ করবে । তাহলে ৫ ভোল্ট থেকে ৩.৬ ভোল্ট বাদ দিলে আউতপুত পাবো ১.৪ ভোল্ট । একটু খেয়াল করে দেখুন এই সার্কিটকে সামান্য মডিফাই করে আপনারা মোবাইল চার্জার ও বানাতে পারবেন । সেক্ষেত্রে মবাইলের ব্যাটারি ভোল্টেজ কত তা দেখতে হবে এবং সে অনুপাতে ডায়োডকে সিরিজে লাগাতে হবে ।
যেভাবে তৈরি করবেনঃ
ইউ.এস.বি ক্যাবলের লাল ও কাল তার দুটি ছাড়া বাকি তারগুল ছেঁটে ফেলুন । ৬ টি ডায়োড কে সিরিজ সংযোগ দিন । সিরিজ ডায়োডের এনোড প্রান্তটি লাল তারের সাথে সংযোগ দিন । এবার সিরিজ ডায়োডের ক্যাথোড প্রান্তটি ব্যাটারি কেসিং এর (+) প্রান্তে এবং কাল তারটি ব্যাটারি কেসিং এর (-) প্রান্তে সংযোগ দিন । হয়ে গেল আপনার ইউ.এস.বি ব্যাটারি চার্জার ।
নিজের লেখা পড়ে নিজের কাছেই যেন মনে হচ্ছে সহজ করে বলতে পারি নি । ক্ষমা করবেন । আরও সহজ ভাবে বলতে চেষ্টা করবো । ও হ্যাঁ , এটা কিন্তু AAA ব্যাটারি চার্জার । চাইলে এটাকে মোবাইল চার্জার বানাতে পারবেন ।

রবিবার, ৫ জুন, ২০১১

ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করুন ইউ.এস.বি ফ্যান

রচনা - কামরুল আলম



আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই নষ্ট কিছু ইলেক্ট্রনিক্স থাকে । সেইসব অদরকারি জিনিস দিয়ে তৈরি করতে পারেন দরকারি কিছু । আজ দেখব কিভাবে তৈরি করা যায় ইউ.এস.বি ফ্যান ।

ইউ. এস.বি ফ্যান
ইউ. এস.বি ফ্যান
যা যা লাগবেঃ
১. ১ টি ইউ.এস.বি ক্যাবল ।

ইউ.এস.বি তার
ইউ.এস.বি তার
২. ১ টি কুলিং ফ্যান ।

ইউ.এস.বি ফ্যান
ইউ.এস.বি ফ্যান
দুটি উপকরণ ই সহজে যোগার করতে পারবেন । যোগার করা হয়ে গেলে নিচের নিয়মটি অনুসরন করুন ।
কি করতে হবেঃ
১. প্রথমে ইউ.এস.বি ক্যাবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো ছেঁটে ফেলুন ।
২. কুলিং ফ্যানের তারের মাথার কানেক্তরতা কেটে ফেলুন ।
৩. এবার এউ.এস.বি ক্যাবল ও কুলিং ফ্যানের লাল তারের সাথে লাল তার এবং কাল তারের সাথে কাল তার জুরে দিন ।
৪. জোড়া অংশটা টেপ দিয়ে ভালো করে মুরে দিন ।
যা জানাবেনঃ
কেমন বাতাস দিচ্ছে আমাকে জানান !!!
ল্যাপটপ ব্যবহার কারীরা বিদ্যুৎ চলে গেলে ও আরামে থাকবেন !!!
সংগ্রহঃ ইন্টারনেট


বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

গাছের ফ্যাশন শো



দুনিয়াতে অনেক রকমের গাছ পাওয়া যায় । কিছু প্রাকিতিক এবং কিছু মানুষের কারনে গাছেরা বিভিন্ন আকৃতি লাভ করে । শুধু ভাববেন না যে মানুষেরাই ফ্যাশান শো করে , গাছেরা ও করে । আজ গাছদের এই বিচিত্র ফ্যাশান শো নিয়েই আমার এই লেখা । একবার ঘুরে আসুন অদ্ভুদ গাছদের সঙ্গে.........

t-15


এই গাছকে বড় ঝাড়ু হিসেবে ব্যবহার করতে পারেন

t-14


ভালো আংটা হবে মনে হচ্ছে...।
t-13


t-12


গাছ তো নয় , যেন ডাইনোসর......

t-11


ভবিষ্যতের বাথরুম গুলো এমনি হতে পারে......

t-10


নকশা কার না পছন্দ...।

t-9


গাছের তোরণ......।

t-8


গাছ যখন নারী মডেল...।।

t-7


প্রাণীদের নাড়ীভুঁড়ি থাকতে পারে , গাছের থাকলে দোষ কি ?

t-6


ভালবাসার ইচ্চে থাকা দোষের নয়...।।

t-5


সিলিন্ডার গাছ......।।

t-4


গাছ যখন শয়তান ......।

t-2


গাছ কখনো কখনো সিংহ হতে পারে......।

t-1


ধ্যেনি গাছ...।

k2


অপূর্ব সুন্দর...



হাসি বায়ুর প্রস্তুতি শেখাঃ

রচনা - কামরুল আলম


আপনার কি কখন ও হাসি আসে না ??
l-7
হাসি না আসলেও সমস্যা নেই। খুব কঠিন মানুষকে ও হাসাতে পারে রসায়ন। রসায়নের এ বিশেস রসের নাম হাসি বায়ু ( লাফিং গ্যাস ) ।
h-1
আমার কথা সুনে হাসবেন না। সত্যি হাসি বায়ুর প্রভাবে সবাই হাসতে বাধ্য । এ বায়ুর কোন রঙ নেই । তবে মৃদু মিষ্টি গন্ধ আছে । এর রাসায়নিক সংকেত N2O .
Nitrous-Oxide-System-Lrg
আপনি কি হাসি বায়ু তৈরি করতে চান......
যা যা লাগবেঃ
১. এমনিয়াম নাইট্রেট ( একটু খোজ করলেই কিনতে পারবেন )
২. টেস্টটিউব-২ টি ( পাতলা কাচের বোতল নিলেও হবে )
৩. কাচনল ( ফেলে দেয়া স্যালাইনের প্লাস্টিক নল হলে হবে )
কি করতে হবেঃ
টেস্টটিউব এ এমনিয়াম নাইট্রেট নিন । নিচের ছবির মত করে সাজিয়ে নিন ।
l-5
এবার টেস্টটিউব এ তাপ দিন । উৎপন্ন হয়ে যাবে হাসি বায়ু ।
ব্যবহারঃ
এ বায়ু নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহন করলেই হাসি আসবে ।
l-6

সতর্কতাঃ
এ বায়ু নিঃশ্বাসের সাথে বেশি নিলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে ।
laughing_gas
অতিরিক্ত গ্রহন করলে মারা যেতে পারে ।
***বিভিন্ন ভাবে এ বায়ু তৈরি করা যায় । বাসায় তৈরি করার উপযোগী করে বলে দিলাম । তৈরি করতে পারলে জানাবেন । আরও অনেক জিনিস তৈরি করার প্রক্রিয়া শেখানর ইচ্চা আছে । আপনাদের ভালো লাগলে বলবেন ।