রবিবার, ৫ জুন, ২০১১

ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করুন ইউ.এস.বি ফ্যান

রচনা - কামরুল আলম



আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই নষ্ট কিছু ইলেক্ট্রনিক্স থাকে । সেইসব অদরকারি জিনিস দিয়ে তৈরি করতে পারেন দরকারি কিছু । আজ দেখব কিভাবে তৈরি করা যায় ইউ.এস.বি ফ্যান ।

ইউ. এস.বি ফ্যান
ইউ. এস.বি ফ্যান
যা যা লাগবেঃ
১. ১ টি ইউ.এস.বি ক্যাবল ।

ইউ.এস.বি তার
ইউ.এস.বি তার
২. ১ টি কুলিং ফ্যান ।

ইউ.এস.বি ফ্যান
ইউ.এস.বি ফ্যান
দুটি উপকরণ ই সহজে যোগার করতে পারবেন । যোগার করা হয়ে গেলে নিচের নিয়মটি অনুসরন করুন ।
কি করতে হবেঃ
১. প্রথমে ইউ.এস.বি ক্যাবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো ছেঁটে ফেলুন ।
২. কুলিং ফ্যানের তারের মাথার কানেক্তরতা কেটে ফেলুন ।
৩. এবার এউ.এস.বি ক্যাবল ও কুলিং ফ্যানের লাল তারের সাথে লাল তার এবং কাল তারের সাথে কাল তার জুরে দিন ।
৪. জোড়া অংশটা টেপ দিয়ে ভালো করে মুরে দিন ।
যা জানাবেনঃ
কেমন বাতাস দিচ্ছে আমাকে জানান !!!
ল্যাপটপ ব্যবহার কারীরা বিদ্যুৎ চলে গেলে ও আরামে থাকবেন !!!
সংগ্রহঃ ইন্টারনেট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

you can make a sound