রবিবার, ২৯ মে, ২০১১

পৃথিবির মোট তথ্য ২৯৫ এক্সাবাইট

রচনা - কামরুল আলম



কিছুদিন আগের একটি গবেষণায় জানা গেছে যে পৃথিবির মোট তথ্য ২৯৫ এক্সাবাইট। (১  এক্সাবাইট=১ বিলিয়ন গিগাবাইট) । ইউনিভার্সিটি অফ সাউদান কেলিফরনিয়ার গবেষকরা এ তথ্য  জানিয়েছেন। তাদের প্রাপ্ত ফলাফল নিয়া আলচনা করে দেখা গেছে যে, এ বিপুল পরিমান তথ্য নিয়া বই প্রকাশ করা হলে , সেই বই দিয়া পুরো চীনকে ১৩ স্তরে ডেকে দেওয়া যাবে।
বই এর স্তর
বই এর স্তর


 

চীন মানে ত বুজতে পারছেন। এত পরিমান বই রাখার মত লাইব্রারি কে বানাতে পারবে? হ্যাঁ, ইন্টারনেট ই সেই লাইব্রেরি । যার ধারন ক্ষমতার শেষ নেই । অদ্ভুদ কথা কি জানেন, এসব তথ্য দিয়া যদি অপ্তিকাল ডিস্ক বানান হয় তাহলে কি হবে?? হ্যাঁ, সেই ডিস্ক গুলা সাজালে তা চাদের উচ্চতাকে ছাড়িয়া যাবে।
অসঙ্ক অপ্টিকাল ডিস্ক
অসঙ্ক অপ্টিকাল ডিস্ক


 

তারপরেও আর ও বাস্তব কথা হল প্রতিদিন এসব তথ্য জামিতিক হারে বাড়ছে । হয়ত কিসুদিন পরে শুনতে পাবেন তা দিগুন হয়ে গেছে। আর এ সকল  তথ্যের জন্য কার  ও অবদান একার নয়। সকল মানুসের সম্মিলিত প্রচেষ্টা ই এটি অম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

you can make a sound