একটা সময় ছিল যখন টিভি দেখার খুব নেশা ছিল । এখন নানা কাজের চাপে আর টিভি তেমন দেখা হয় না । আর টিভি দেখতে চাইলেও তেমন অসুবিদা নাই । হাই স্পিড নেট এর কল্যাণে টিভি দেখা আর কোন সমস্যা নয় । তারপর ও নেট এর স্পিড বলে কথা । স্পিড কখন ডাউন হয় তার কোন ঠিক নেই । তো টিভি কার্ড ই একমাত্র ভরসা । আর বাসার সবার জন্নে যদি আলাদা আলাদা ভাবে টিভি কার্ড কিনতে হয় তাহলে পকেটের অবস্তা ও ডাউন হবে । আপনার বাসায় যদি দুই বা ততোধিক কম্পিউটার থাকে তাহলে একাধিক টিভি কার্ডের দরকার নাই । এক টিভি কার্ড দিয়ে নেটওয়ার্ক এর সকল কম্পিউটার এ টিভি দেখতে পারবেন । তাছাড়া বিশ্ব কাপের সময় অফিসেও এক টিভি কার্ড সবাই শেয়ার করতে পারবেন । প্রয়োজন শুধু “স্টার মিডিয়া সেন্টার” সফটওয়্যার টি । ডাউন লোডের ঠিকানা টি
কেমন লাগলো জানাবেন ।
"কি লিঙ্ক দিলেন ভাই, কাজ করতেছে না"
উত্তরমুছুন